HighlightNewsদেশ

রাহুল গান্ধীর সাংসদ সদস্যপদ বাতিল

টিডিএন বাংলা ডেস্ক: চার বছরের পুরনো ফৌজদারি মানহানির মামলায় দুই বছরের শাস্তি হওয়ার একদিন পর শুক্রবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভার সদস্যপদ বাতিল করা হয়েছে। লোকসভা সচিবালয় একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেরালার ওয়ানাড লোকসভা আসনের সাংসদ রাহুল গান্ধীকে সাজা ঘোষণার দিন অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এটি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১০২(১) এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর অধীনে করা হয়েছে।

প্রসঙ্গত, গুজরাটের একটি আদালত বৃহস্পতিবার রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্য দুই বছরের কারাদণ্ড দিয়েছে। আদালত রাহুলকে ১৫ হাজার টাকা জরিমানাও করেছে। যদিও জামিন পেয়েছেন রাহুল। এছাড়াও, রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য তাঁকে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে, কর্ণাটকের এক জনসভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরের নাম মোদী কেন…’। রাহুলের ওই মতব্যের বিরুদ্ধেই পদক্ষেপ নিয়ে মানহানির মামলা দায়ের করেছে বিজেপি।
বৃহস্পতিবার, আদালতের বাইরে, বিধায়ক এবং আবেদনকারী পূর্ণেশ মোদী এবং তার সমর্থকরা ভারত মাতা কি জয় এবং জয় শ্রী রাম স্লোগান তোলেন।
গতকাল, রায় দেওয়ার সময় আদালত জানিয়েছে, অভিযুক্ত একজন সংসদ সদস্য, তিনি সমাজের একটি বড় অংশকে প্রভাবিত করেন। এই কারণে অপরাধের প্রভাব অনেক ব্যাপক। এমতাবস্থায় অভিযুক্তকে কম শাস্তি দেওয়া খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে পারে, যা সমাজে নেতিবাচক বার্তা দেবে।

Related Articles

Back to top button
error: