HighlightNewsদেশ

কাশ্মীর,পেগাসাস,দুর্নীতি ও বেকারত্বের মতো বিষয় উন্থাপন করলে থামিয়ে দেওয়া হচ্ছে : রাহুল গান্ধী

টিডিএন বাংলা ডেস্কঃ রাজনৈতিক সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জম্মু-কাশ্মীরে সফরে গিয়েছেন। এ দিন রাহুল গান্ধী বলেন, ‘গুলামনবী আজাদজী আমাকে সংসদে কাশ্মীর ইস্যু উত্থাপন করতে বলেছিলেন কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে,  আমাদের এ বিষয়ে কথা বলতে দেওয়া হয়নি। পেগাসাস, দুর্নীতি এবং বেকারত্বের মতো অনেক বিষয় আছে যা আমি উত্থাপন করতে চেয়েছিলাম কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’ রাহুল গান্ধী আজ জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়াসহ সেখানে অবাধ তুলে নেওয়ার ও সুষ্ঠ ভাবে বিধানসভা নির্বাচন পরিচালনা করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাহুল গান্ধী বিরোধীদের কণ্ঠ দমন করার জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন,  ‘যখনই আমরা পেগাসাস স্পাই  ওয়্যার ইস্যু এবং জম্মু-কাশ্মীর ইস্যু উত্থাপন করেছি, আমাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে।’ কাশ্মীরের প্রতি তার ভালোবাসা বোঝাতে তিনি বলেন, ‘আমারও মধ্যেও কিছুটা কাশ্মীরিয়াত আছে।’ তাঁর অভিযোগ “আজ এটা শুধু জম্মু-কাশ্মীরের নয়, সব প্রতিষ্ঠানের কথা। বিচার বিভাগের মতো রাজ্যসভা ও লোকসভায় হামলা হচ্ছে। মিডিয়া সত্য প্রকাশ করতে পারছে না। তাদেরকে দমন করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তারা ভীত। তারা আশঙ্কা করছে যে তারা যদি সত্যি ঘটনা সম্পর্কে রিপোর্ট করে তাহলে তাদের চাকরি হারাতে হবে।’  এদিনের সফরে রাহুল গান্ধী আজ ক্ষীর ভবানী মন্দির, মীর বাবা হায়দর দরগাহ ও বিখ্যাত হজরতবাল দরগাহে যান।

Related Articles

Back to top button
error: