দেশ

MP, MLA দের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে লাগবে হাইকোর্টের অনুমতি

টিডিএন বাংলা ডেস্ক : MP, MLA দের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিমকোর্ট। এদিন ডিভিশন বেঞ্চ জানাল, MP, MLA দের বিরুদ্ধে ফৌজদারি মামলার অভিযোগ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের অনুমতি নিতে হবে। পাশাপাশি আদালত জানিয়েছে, বিশেষ আদালতে সাংসদ কিংবা বিধায়কদের বিরুদ্ধে শুনানিতে যেসব বিচারক-বিচারপতিরা রয়েছেন, পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সেখানেই কাজ চালিয়ে যেতে হবে।

রাজনীতিতে অপরাধ-যোগ কমাতে তৎপর সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত নির্দেশ দিল, কাউকে নির্বাচনে প্রার্থী করলে মনোনয়নের ৪৮ ঘণ্টার মধ্যে সেই দলকে জানাতে হবে তাঁর ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। তাঁর যদি অতীতে কোনও অপরাধের রেকর্ড থাকে তা প্রকাশ্যে আনতে হবে। এরই পাশাপাশি ব্যাখা দিতে হবে ওই রাজনৈতিক দলকে কেন ওই ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হল।

গত বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিমকোর্ট একটি রায় দেয়।তাতে বলা হয়েছিল, কেউ প্রার্থী মনোনীত হওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে অথবা মনোনয়পত্র জমা দেওয়ার ২ সপ্তাহ আগেই এই সংক্রান্ত বিশদ বিবরণ জানিয়ে দিতে হবে। এবার শীর্ষ আদালত জানিয়ে দিল, প্রার্থী মনোনয়নের ৪৮ ঘণ্টার মধ্যেই সব জানাতে হবে।

২০২০ সালে বিহারে বিধানসভা নির্বাচনের সময় অভিযোগ ওঠে, প্রায় ৩১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এ নিয়ে আদালত রায় দেয়। তাতে খুব একটা কাজ হয়নি বলেই অভিযোগ উঠেছিল। তখনই শীর্ষ আদালত জানিয়েছিল, কোনও প্রার্থীর যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তা মনোনয়নপত্রে স্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে।
একই সঙ্গে সুপ্রিম কোর্টের রোষে পড়ে দেশের ৯টি রাজনৈতিক দল। বিজেপি কংগ্রেস-সহ ৯টি দলকে জরিমানা করা হয়। বিজেপি-কংগ্রেসের জরিমানা ১ লক্ষ টাকা। সিপিএম, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা NCP-এর জরিমানা ৫ লক্ষ টাকা।

Related Articles

Back to top button
error: