নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, বেলডাঙ্গা: মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে করোনা সচেতনতা শিবির, সংবর্ধনা ও খাদ্য বিতরণ অনুষ্ঠান করল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সোমবারের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য সম্পাদক মোশারফ হোসেন, মুর্শিদাবাদ জেলার চিপ রিপোর্টার মুসলেহউদ্দিন মাজহারী এবং বহরমপুর সাব ডিভিশনের সভাপতি মোঃ আলমগীর সেখ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত শিবিরে সহযোগিতা করেন বেলডাঙ্গার পুলিশ প্রশাসন ।বেলডাঙা থানার আইসি সন্দীপন চ্যাটার্জি কে সংবর্ধনা দেওয়া হয়। আইসি সংস্থার কর্মীদের জানিয়েছেন, তোমরা এভাবে কাজ চালিয়ে যাও। যে কোনো সময়ে যে কোনো সাহায্যের জন্য আমি তোমাদের সঙ্গে আছি।
সবার শেষে বেলডাঙ্গাতে অসহায় মানুষের হতো কিছু খাদ্য খাবার তাদের হাতে তুলে দেওয়া হয়। সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বেলডাঙ্গাবাসী। মোহাম্মদ আলমগীর শেখ জানিয়েছেন, বহরমপুর সাব ডিভিশন প্রেসিডেন্ট হিসেবে এত বড় দায়িত্ব নিয়ে আপনাদের সহযোগিতা ছাড়া কাজ করা কোনদিনও সম্ভব নয়। আগামী দিনেও আমরা আরো সার্বিক দিক থেকে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার করছি।