দেশ

সব মন্ত্রকের হয়ে জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী, তিনি কেন চুপ? প্রশ্ন চিদম্বরমের

টিডিএন বাংলা ডেস্ক : পেগাসাস কাণ্ডে বহুদিন পর লিখিত উত্তর দেয় কেন্দ্র। সোমবার প্রতিরক্ষা মন্ত্রক জানায় এনএসও গোষ্ঠীর সঙ্গে কোনও লেনদেন করেনি সরকার। কিন্তু অদ্ভুতভাবে এই ইস্যুতে চুপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।মঙ্গলবার এই নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।

ট্যুইট বার্তায় পি চিদম্বরম বলেন, “প্রতিরক্ষা মন্ত্রক এনএসও গ্রুপ, ইসরাইলের সঙ্গে কোনও চুক্তি হয়নি বলে জানিয়েছে। যদি তাই হয়, তবে একটি মন্ত্রক বা দফতর সন্দেহের তালিকা থেকে বাদ যায়। কিন্তু এছাড়াও বাকি যে আধ ডজন সন্দেহভাজনরা থাকে তাদের ক্ষেত্রে কী হবে? একমাত্র প্রধানমন্ত্রীই সব মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে উত্তর দিতে পারেন। তিনি চুপ কেন?”

সোমবার রাজ্যসভায় সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসনের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় ভট্ট লিখিতভাবে জানান, প্রতিরক্ষা মন্ত্রক ইজরায়েলের এনএসও গ্রুপ টেকনোলজিসের সঙ্গে কোনও লেনদেন করেনি। ভারত সহ একাধিক দেশের বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়িপাতার অভিযোগ ওঠে। এরপরই বিরোধীদের প্রশ্ন, সরকার কি এনএসও-র থেকে কোনও সফটওয়ার কিনেছে? গত সপ্তাহে ১৮টি বিরোধী দলের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি জারি করে সংসদে পেগেসাস প্রসঙ্গে আলোচনার দাবি জানানো হয়।

বিরোধী দলগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কৃষকদের সমস্যা এবং তিনটি কৃষক-বিরোধী এবং কালা কৃষি-আইন থেকে উদ্ভূত আন্দোলন এবং পেগাসাস নজরদারি প্রসঙ্গে সংসদে আলোচনা করা উচিত।

Related Articles

Back to top button
error: