HighlightNewsদেশ

প্রথমে অপহরণ পরে দুদিন ধরে মহিলাকে ধর্ষণ, অভিযোগ টিআরএস নেতার ছেলের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: প্রথমে অপহরণ এবং পরে দু’দিন ধরে এক মহিলাকে ধর্ষণ। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি নেতা তথা পৌরসভা ওয়ার্ড সদস্যের ছেলে শেখ পাশা এবং তার সহযোগী সাইরাম রেড্ডির বিরুদ্ধে এমনটাই অভিযোগ জানিয়েছেন তেলেঙ্গানার সূর্যপটের কোডাদ অঞ্চলের ২০ বছর বয়সী এক মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কাউন্সিলরের ছেলে এবং তার সহযোগীকে।
ওই মহিলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার রাত প্রায় সাড়ে নটা নাগাদ তাঁকে অপহরণ করা হয়। ঠান্ডা পানিয়ের মধ্যে কিছু মিশিয়ে তাঁকে খাওয়ানো হয় এবং অবচেতন অবস্থায় তাঁকে অপহরণ করা হয়। তিনি আরো বলেন, তাঁকে মারধর করা হয়েছে এবং বারংবার ধর্ষণ করা হয়েছে। ওই মহিলা জানিয়েছেন, দু’দিন পর যখন তাঁর জ্ঞান ফেরে তখন ওই জায়গা থেকে তিনি পালিয়ে যান এবং নিজের পরিবারকে পুরো বিষয়টি জানান। এরপর এবিষয়ে পুলিশের কাছে জানান তিনি।
অভিযোগকারী ওই মহিলা জানিয়েছেন,”ওরা আমাকে এত বাজে ভাবে মারধর করেছেন যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার ভাইয়েরা আমাকে বাঁচায়, তারপর আমি পুলিশের কাছে অভিযোগ জানাতে পারি।”
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতে টিআরএস নেতা বাচ্চু শ্রীনিবাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”টিআরএস নেতার ছেলে হোক কিংবা বিজেপি নেতার ছেলে, তাদেরকে শাস্তি দেওয়া হবে, আগে আমরা মানুষ।”
এদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। প্রবীণ কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী মঙ্গলবার কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন সরকারের নিন্দা করে অভিযোগ করেছেন যে গণধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির কাউন্সিলরের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন,”টিআরএস কাউন্সিলরের ছেলে গণধর্ষণ মামলায় পুলিশ রিমান্ডে রয়েছে। টিআরএস সরকার এ বিষয়ে কি করছে? কেন তাঁরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না? তাঁরা কিসের জন্য অপেক্ষা করছেন?”
শুধু তাই নয়, এই বিষয় নিয়ে মন্ত্রী কেটি রামা রাও-এর নিরবতার নিন্দা জানিয়ে তিনি বলেন,”কেটিআর কি করছেন? তিনি সব বিষয়ে টুইট করেন, কেন তেলেঙ্গানায় এটিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় না? আমি ওই মেয়েটিকে সুরক্ষা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি কারণ, অপরাধীদের শনাক্তকরণের জন্য তাঁর প্রাণ নাশের আশঙ্কা থাকতে পারে।”

Related Articles

Back to top button
error: