জাহাঙ্গীরপুরিতে দখল-বিরোধী অভিযানে হস্তক্ষেপ করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: হনুমান জয়ন্তির দিন দিল্লির জাহাঙ্গীরপুরিতে হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষের পর বুধবার সকাল থেকে শুরু হওয়া বিজেপি নিয়ন্ত্রিত উত্তর-দিল্লি পুরসভার দখল-বিরোধী অভিযানে হস্তক্ষেপ করতে অস্বীকার করল দিল্লি হাইকোর্ট। যদিও পুরসভার ওই অভিযানের বিরুদ্ধে আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে উচ্চ আদালত।
এদিন পুরসভার দখল বিরোধী অভিযানের বিরুদ্ধে যে সমস্ত আইনজীবীরা দ্রুত শুনানি এবং ত্রাণের জন্যে আবেদন করেছিলেন তাদেরকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘী বলেন,”আমি কিছু বলছি না (ধ্বংস প্রক্রিয়া বন্ধের বিষয়ে) কিন্তু ওনাদের (কর্তৃপক্ষদের) প্রস্তুত থাকা উচিত (নির্দেশাবলী সহ)।”এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতকে জানান শীর্ষ আদালত ইতিমধ্যেই এই বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, পিটিশন দায়ের করার পর সেইদিনই শুনানি করা হবে। তিনি আরো বলেন,”কিছু নতুন ছিলনা”এবং এই অভিযান “আগে থেকেই চিন্তা ভাবনার মধ্যে ছিল”।
এদিন আদালতে ভুক্তভোগীদের মধ্যে একজনের আইনজীবী আদালতে দুপুর দু’টো পর্যন্ত ওই এলাকার বসবাসকারীদের রক্ষা করার জন্য আবেদন জানান। তিনি আরো বলেন, শনিবারের ওই ঘটনার পর কিছু বাসিন্দা ওই এলাকা থেকে পালিয়ে গেছেন আর কিছু বাসিন্দা বর্তমানে আটক রয়েছেন।
প্রসঙ্গত, শনিবার হনুমান জয়ন্তির সময় মিছিল চলাকালে দুটি সম্প্রদায়ের মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়। একে অপরকে লক্ষ্য করে শুরু হয় পাথর ছোঁড়া এবং গুলিবর্ষণ। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়ি। এই ঘটনায় ৮জন পুলিশ কর্মী এবং একজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।