টিডিএন বাংলা ডেস্ক: ফের সেনা-জঙ্গি সংঘর্ষ জম্মু-কাশ্মীরে। সংঘর্ষে মৃত ১ ভারতীয় সেনা কর্মকর্তা এবং একজন বিএসএফ দুই সেনা কর্মী। জম্মু-কাশ্মীরের এক কর্মকর্তার সংবাদমাধ্যমকে দেওয়া খবর অনুযায়ী এই ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বা এল ও সি বরাবর। ওই কর্মকর্তা আরো বলেন, উত্তর কাশ্মীরের মাচিল সেক্টরে তিন সন্ত্রাসবাদকে গুলিবকরে মারা হয়েছে। এদিন সকাল ১ টার দিকে সীমান্তে সুরক্ষা বাহিনীর টহলরত একটি দল কিছু সন্দেহভাজন ব্যাক্তিদের গতিবিধি দেখতে পায় এবং অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ করে। এর পরে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে এক সন্ত্রাসবাদকে গুলি করে মারা হয়। এই সংঘর্ষ চলাকালীন সুদীপ সরকার নামে একজন বিএসএফ কনস্টেবল নিহত হয়েছেন। এই সংঘর্ষ সকাল ৪ টে পর্যন্ত টানা তিন ঘণ্টা ধরে চলে। এরপর সকাল ১০.২০ টার দিকে নিয়ন্ত্রণ অধিদফতর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আরও অনুপ্রবেশকারীদের সনাক্ত করা হয়, যার ফলে একটি নতুন সংঘর্ষ শুরু হয় যেখানে একজন সেনা কর্মকর্তা এবং দুই জওয়ান মারা যায় এবং দুজন আহত হন। নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে ওই সংঘর্ষে আরো দুজন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত সেনাদের ইতিমধ্যেই ওই জায়গা থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে ওই অংশে এখনো পর্যন্ত সন্ত্রাসীদের রুখতে অভিযান চালিয়ে যাচ্ছে সেনা।
Related Articles
হরিয়ানায় নিহত সাবির মল্লিকের পরিবারের সাথে জামাআত নেতৃত্বের সাক্ষাৎ, ন্যায়বিচার দাবি
2 September 2024
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির পারস্পরিক বোঝাপড়া ও মেরুকরণ আবারও সামনে চলে এসেছে: আইএসএফ
5 June 2024