রাজ্য
ভাঙন দুর্গত অসহায়দের পাশে স্কুল ও মাদ্রাসা শিক্ষকরা
নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ভাঙন দুর্গত অসহায় মানুষদের পাশে সামসেরগঞ্জের সমস্ত হাইস্কুল, হাই মাদ্রাসা, শিক্ষক-শিক্ষাকর্মীরা। শুক্রবার ব্লকের মোট ১৬ টি স্কুলের একত্রিত উদ্যোগে ভাঙনে অসহায় হয়ে পড়া প্রায় সাড়ে পাঁচশো পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সামগ্রীতে দেওয়া হয় মশারি, তেল, চা, চিনি, দুধ, ডাল, সাবান মুড়ির প্যাকেট। পাশাপাশি প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ২০০ করে নগদ টাকা। এদিন ধানঘরা, ধুসরীপাড়া, হিরানন্দপুর ও শিবপুরের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী তুলে দেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ সমস্ত হাইস্কুল ও হাইমাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ। স্কুল কর্তৃপক্ষের অভিনব উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।