টিডিএন বাংলা ডেস্ক: করোনা আবহেই বিহার নির্বাচনের দামামা। আজ বিহার বিধানসভা নির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। মোট তিন দফায় হবে নির্বাচন। ভোট গণনা হবে আগামী ১০ নভেম্বর। কমিশন
এক প্রেস কনফারেন্সে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, , ২৪৩ আসনের বিহার বিধানসভায় মোট তিন দফায় ভোট হবে। প্রথম দফায় ১৬টি জেলার ৭১ আসনে নির্বাচন হবে ২৮ অক্টোবর, দ্বিতীয় দফায় ১৭ দফার ৯১ টি আসনে নির্বাচন হবে ৩ নভেম্বর ও তৃতীয় দফার ১৫ জেলার ৭৮ আসনে ভোট হবে ৭ নভেম্বর। পাশাপাশি ফল ঘোষণা হবে ১০ নভেম্বর।