শেষ নিশ্বাস ত্যাগ করলেন খ্যাতনামা গায়ক এস পি বালাসুব্রহ্মন্যম

Image courtesy: SP Balasubrahmanyam's Facebook page

টিডিএন বাংলা ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত জগতের এক অসামান্য তারকা এসপি বালাসুব্রহ্মন্যম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। লাগাতার দুমাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। করোনা পজিটিভ হওয়ার পর আগস্ট মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এক মাস পর তার করোনার পরীক্ষার ফল নেগেটিভ আসলেও তাঁকে ভেন্টিলেটরের আওতার বাইরে আনা সম্ভব হয়নি। শেষ ২৪ ঘন্টায় তার শারীরিক অবস্থার অত্যধিক অবনতি হওয়ার কারণে তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখতে হয়। নিজের বাবার ইহলোক ত্যাগ করার খবর জানান এসপি বালাসুব্রহ্মন্যমের পুত্র এসপি চরন।