আন্তর্জাতিক আদালতে ভারত সরকারের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার আরবিট্রেশানের মামলা জিতল ভোডাফোন

Image courtesy: Vodafone Facebook page

টিডিএন বাংলা ডেস্ক: সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক আদালতে শুক্রবার বড়সর জয় পেল টেলিকম কোম্পানি ভোডাফোন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক আদালতে ভারত সরকারের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার আরবিট্রেশন মামলায় জিতেছে ভোডাফোন। আন্তজার্তিক আদালতের পক্ষ থেকে ভারত সরকারের কাছে থেকে মোট ১২,০০০ কোটি টাকা সুদ এবং পেনাল্টি বাবদ ৭,৯০০ কোটি টাকা চাওয়া হয়েছে।

২০১৬ সালে ভারত সরকারের বিরুদ্ধে এয়ারওয়েভ ব্যবহারের জন্য ট্যাক্স এবং লাইসেন্স সংক্রান্ত ফিজ নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে ভোডাফোন। ওই মামলায় আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে এ রায় দেওয়া হয়েছে যে, ভোডাফোনের ঘাড়ে ভারত সরকারের পক্ষ থেকে অত্যধিক করের বোঝা চাপিয়ে দেওয়া ভারত এবং নেদারল্যান্ডের মধ্যেকার ব্যবসায়ীক লেনদেনের চুক্তিকে উল্লঙ্ঘন করে।