দেশ

কৃৃষি বিল নিয়ে বিজেপিকে জবাব অধীর চৌধুরীর

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ভারত বর্ষ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে কোন মিরাক্কেল বা মাজিকের এর মধ্য দিয়ে নয়, কৃষকদের মেহনতে ঘাম ঝড়িয়ে। স্বাধীনতার পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না। ৫৩ মিলিয়ন টন খাদ্য উৎপাদন হত। দেশের কোটি কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো। কংগ্রেসের আমলে সবুজ বিপ্লবের মধ্য দিয়ে দেশ অাত্মনির্ভর হয়ে ওঠে। ইন্দিরা গান্ধীর আমলে গনবন্টন ব্যাবস্থার মধ্য দিয়ে প্রতিটি মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার বন্দোবস্ত হয়। কৃষি বিল নিয়ে নরেন্দ্র মোদি সরকারের তৎকালীন কংগ্রেস সরকারকে খোঁচা দেওয়ার পাল্টা জবাব এভাবেই দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে সংসদের ভেতরে এবং বাইরে কংগ্রেসের লড়াই জারি থাকবে বলে জানান অধীরবাবু।

Related Articles

Back to top button
error: