HighlightNewsদেশ

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি জায়গায় কালো পতাকা নিয়ে মিছিল শুরু করলো একাধিক ছাত্র সংগঠন

টিডিএন বাংলা ডেস্ক: করোনার সংক্রমণের কারণে বেশ কিছু মাস ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতের ছাত্র সংগঠন গুলির বিক্ষোভ মিছিল বন্ধ থাকার পর শুক্রবার ফের একবার কালো পতাকা হাতে সিএএ বিরোধী মিছিল করল উত্তর-পূর্ব ভারতের একাধিক ছাত্র সংগঠন। নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশনের নেতৃত্বে মিছিলে শামিল হয় খাসি স্টুডেন্টস ইউনিয়ন, অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন, নাগা স্টুডেন্টস ফেডারেশন, মিজো জিরলাই পল, ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন, অল মনিপুর স্টুডেন্টস ইউনিয়ন, গারো স্টুডেন্টস ইউনিয়ন এবং অল অরুণাচল প্রদেশ স্টুডেন্ট ইউনিয়ন।

ছাত্র সংগঠনের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে,”আমরা পুরো উত্তর-পূর্বের জনগণকে স্মরণ করিয়ে দিতে চাই যে ১১ ই ডিসেম্বর, ২০১৯ সালে নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৯-এর বিরুদ্ধে উত্তর-পূর্ব ভারতের আদিবাসীদের নিরলস বিরোধিতা সত্ত্বেও, ভারত সরকার মনোযোগ দেয়নি; এবং শেষ পর্যন্ত রাজ্যসভার মাধ্যমে ‘ডাক্রোনিয়ান’ আইন পাস হয় যা নাগরিকত্ব (সংশোধন) আইন ২০১৯ নামে পরিচিত।”

তাঁরা আরো বলেন,”এনইএসও, ঘোষণা করেছে যে ১১ ডিসেম্বর সর্বদা পুরো উত্তর-পূর্বের জন্য একটি কালো দিবস হিসাবে স্মরণ করা হবে, সুতরাং, এই কালো দিবসটি অব্যাহত রেখে, এনইএসও সিদ্ধান্ত নিয়েছে যে, সাতটি রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে কালো পতাকা এবং কালো ব্যানার প্রদর্শিত হবে । এই পর্যবেক্ষণটি ভারত সরকারকে একটি বার্তা দেওয়ার জন্য যে আমরা এই নাগরিকত্ব (সংশোধন) আইন ২০১৯-এর বিরোধী।”

এদিকে, আসামে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ পুনর্নবীকরণের জন্য উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি সিএএ বিরোধী দল আহ্বান জানিয়েছে।শুক্রবার আসামের বিভিন্ন জায়গায় সিএএ-এর বিরুদ্ধে বিক্ষোভের সূচনা করা হয়। লেডো, বোকাঘাট, ধেমাজি, নলবাড়ী, জোড়হাট এবং ডুমডুমায় প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button
error: