HighlightNewsবিনোদনসাহিত্য ও সংস্কৃতি

নিঃশব্দে চিরবিদায় নিলেন শাঁওলি মিত্র

টিডিএন বাংলা ডেস্ক : প্রয়াত নাট্যকার শাঁওলি মিত্র। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শম্ভু মিত্র-তৃপ্তি মিত্রের কন্যা। প্রখ্যাত নাট্যাভিনেত্রীর মৃত্যুর খবরে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া।

নাটকের পরিবারে জন্ম ও বেড়ে ওঠা শাঁওলির। ‘বিতত বীতংস’, ‘ডাকঘর’, ‘পুতুলখেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’ মতো একাধিক কালজয়ী নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। ‘নাথবতী অনাথবৎ’ নাটকে অভিনয় এখনও অনেক দর্শকের স্মৃতির মণিকোঠায় রয়েছে। প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে ‘বঙ্গবালা’র চরিত্রে দেখা গিয়েছিল শাঁওলিকে।

রাজনৈতিকভাবে সচেতন ছিলেন শাঁওলি মিত্র। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময়ে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। ২০০৯ সালে পদ্মশ্রী পান তিনি। পেয়েছেন সঙ্গীত-নাটক আকাদেমি এবং বঙ্গ-বিভূষণ পুরস্কার। ২০১১ সালে রাজ্য সরকারের রবীন্দ্র সার্ধ্বশত জন্মবর্ষ উদযাপন কমিটির চেয়ারপার্সন ছিলেন তিনি।মহাশ্বেতা দেবীর পদত্যাগের পরে ২০১২ সালে বাংলা আকাদেমির সভাপতি পদের দায়িত্ব তুলে দেওয়া হয় তাঁর হাতে।

২০২০ সালে এক ইচ্ছাপত্র করেছিলেন শাঁওলি। সেই ইচ্ছাপত্রে তিনি মানস পুত্র সায়ক চক্রবর্তী এবং কন্যাসম অর্পিতা ঘোষের উপরেই তাঁর দাহকার্যের ভার দিয়ে গিয়েছিলেন। তাঁর ইচ্ছে ছিল, শেষকৃত্য যেন অনাড়ম্বর ভাবে হয়। শেষকৃত্যের পরেই যেন মৃত্যুর খবর জানানো হয়। তাঁর সেই শেষ ইচ্ছাপূর্ণ করেছেন সায়ক-অর্পিতারা।

Related Articles

Back to top button
error: