মসজিদের লাউডস্পিকার বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল শিবসেনা

টিডিএন বাংলা ডেস্ক: বুধবার “শব্দ দূষণ কমাতে” মসজিদের লাউডস্পিকার বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল শিবসেনা। শিবসেনার মুখপাত্র “সামনা”-এ বুধবার শব্দ দূষণ এবং পরিবেশ রক্ষার বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনেই বলা হয়েছে,”শব্দ দূষণ রোধে মসজিদগুলোতে লাউডস্পিকার বন্ধের জন্য কেন্দ্রের একটি অধ্যাদেশ জারি করা উচিত।”

শিবসেনার মুম্বাই দক্ষিণ বিভাগের প্রমুখ (বিভাগীয় প্রধান) পান্ডুরং সাকপালের মুসলিম শিশুদের জন্য “আজান” আবৃত্তি প্রতিযোগিতা করার পরামর্শের বিষয় উল্লেখ করে বলা হয়েছে, বিজেপির সেনা নেতার “আজানের”প্রশংসা করার সমালোচনা হলো দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাকিস্তানি সন্ত্রাসী হিসেবে বর্ণনা করার সমতুল্য।

ওই প্রতিবেদনে আন্দোলনকারী কৃষকদের সমর্থন করে আরও বলা হয়েছে, যারা কৃষকদের সন্ত্রাসবাদি বলেন তাদের কাছ থেকে আর কি আশা করা যায়। সোশ্যাল ট্রোলিং-এ শিবসেনার হিন্দুত্ব ত্যাগের কথা বলা হচ্ছে আর অপরদিকে বিজেপির নেতাদের ঈদের ভোজন করার ছবি প্রকাশিত হচ্ছে। এ প্রসঙ্গে আরো মন্তব্য করে “সামনা”য় বলা হয়েছে, আমরা এই বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাই না তার কারণ দেশের ২২ কোটি মুসলিম ভারতের নাগরিক।

শিবসেনা নেতা সাকপালকে সমর্থন করে ওই প্রতিবেদনে বলা হয়েছে,তিনি শুধুমাত্র একটি অনলাইন “আজান” প্রতিযোগিতা করার পরামর্শ দিয়েছিলেন যাতে মানুষ বাইরে ভিড় না করে ঘরে বসে ডিজিটাল মাধ্যমে তাদের রীতিনীতি পালন করতে পারেন।‍