HighlightNewsদেশ

বিসিসিআই-এর প্রশাসক হিসেবে সৌরভ গাঙ্গুলী ও জয় শাহদের মেয়াদ বৃদ্ধির শুনানি আজ

টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহদের মেয়াদ বৃদ্ধির আবেদনের শুনানি হবে আজ বৃহস্পতিবার। বুধবার সুপ্রিম কোর্টে এই শুনানি হওয়ার কথা ছিল। তবে আদালত এদিন মামলাটির রায়দানে স্থগিতাদেশ দেয়। উল্লেখ্য, সুপ্রিমকোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব হিসেবে জয় শাহর মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, কোন প্রশাসক পরপর দু’বার তিন বছর করে ভারতীয় ক্রিকেট বোর্ড বা রাজ্যে ক্রিকেট বোর্ডের কোনও পদে প্রশাসক হিসেবে থাকার পর তাকে তিন বছরের জন্য অবসর নিতে হবে। অর্থাৎ ওই তিন বছর প্রশাসক হিসেবে তিনি দেশের বা কোনও রাজ্যের ক্রিকেট বোর্ডের প্রশাসক হিসেবে কাজ করতে পারবেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় ২০১৪ সালে বাংলা ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন। অন্যদিকে জয় শাহ ২০১৪ সালে গুজরাট ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব পদে নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট সংস্থার সচিব পদে নিযুক্তি পান। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী তাদের দুজনকেই এ বছর দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা। আর এহেন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের দুজনেরই মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে এবং সাথে বোর্ডের নিয়মে পরিবর্তন করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছে।

Related Articles

Back to top button
error: