টিডিএন বাংলা ডেস্ক: আগের দিনই কেএলও জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহ যে কোনো মূল্যে বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠনের হুমকি দিয়ে ছিলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হুমকি দিয়েছেন তিনি। এবার সেই হুমকির পাল্টা জবাব দিল রাজ্য পুলিশ। উত্তরবঙ্গের আইজি ডি পি সিং স্পষ্ট ভাষায় জানিয়েদেন রাজ্য পুলিশ যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত। আলিপুরদুয়ারে এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি কেএলও জঙ্গিদের উদ্দেশ্যে পাল্টা হুমকি দিয়ে বলেন, “যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে রাজ্য পুলিশ।” যদিও তিনি সরাসরি কেএলও’র নাম নেননি।
উল্লেখ্য যে, কিছু দিন পূর্বে কেএলও জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহ একটি ভিডিয়ো বার্তায় বলেন, “জন বার্লা, নিশীথ প্রামাণিক, জয়ন্ত রায়ের নেতৃত্বে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও বিধায়কদের কাছে পৃথক কোচ-কামতাপুর রাজ্য গঠনের দাবি করছি। বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠন করবেন কোচ-কামতাপুরের মানুষ। সেই সঙ্গে নিজের রাজনৈতিক ভাগ্য নিজেরাই তৈরি করবেন।” তিনি আরও হুমকি দিয়ে বলে ছিলেন, বৃহত্তর কোচবিহার বা কামতাপুর রাজ্য গঠনের দাবি মানা না হলে কোচ ও রাজবংশী ছাড়া উত্তরবঙ্গে বসবাসকারী অন্যান্য সম্প্রদায়ের মানুষদের তাড়িয়ে দেওয়া হবে।