Highlightরাজ্য

১১ই ফ্রেব্রুয়ারী বাংলার গণতন্ত্রের ইতিহাসে কালো দিন, ধর্মঘট সমর্থন করে বার্তা আব্বাস সিদ্দিকীর

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ১১ই ফ্রেব্রুয়ারী বাংলার গণতন্ত্রের ইতিহাসে কালো দিন। শুক্রবারের বনধকে সমর্থন করে এমনটাই বার্তা দিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট এর পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকী। এক প্রেস বিজ্ঞপ্তিতে পীরজাদা আব্বাস সিদ্দিকী জানিয়েছেন, “১১ই ফ্রেব্রুয়ারী বাংলার গণতন্ত্রের ইতিহাসে কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা বিগত দিনে দেখেছি বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র সরকার উভয়েই গণতন্ত্রের কন্ঠরোধ করে প্রশাসনকে কাজে লাগিয়ে সাধারন মানুষের শান্তিপূর্ন আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করার প্রয়াস করেছে। আজ বামফ্রন্টের ছাত্র -যূব ও জাতীয় কংগ্রেসের ছাত্র-যূব সংগঠন একত্রিত হয়ে রাজ্যে কর্মসংস্থান ও শিক্ষার দাবী নিয়ে নবান্ন অভিযানে অংশগ্রহন করলে বাংলার সরকার যেভাবে প্রশাসনকে দলদাসে পরিনত করে নীরিহ ছাত্র-যূবদের শান্তিপূর্ন আন্দোলনে আন্দোলদের উপর নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করেছে এবং জোর করে তাঁদের গ্রেপ্তার করেছে এবং পুলিসের লাঠির আঘাতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

উক্ত ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাই এবং বর্তমান সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তকে ধিক্কার জানাই। তিনি বলেন, সংবিধান আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ন আন্দোলনের অধিকার দিয়েছে কিন্তু বিগত দিনে এনআরসি ও সিএএ আইনের বিরোধিতায় যেভাবে রাজ্য সরকার প্রশাসনকে ব্যবহার করে বাংলায় আন্দোলনকারীদের উপর অত্যাচার করেছিল আজকেও সেই ঘটনার স্বাক্ষী হল গোটা বাংলার গণতন্ত্রপ্রেমী সাধারন নীরিহ মানুষ। প্রশাসনকে প্রহসনে পরিনত করেছে বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র সরকার। শুধু তাই নয়, কেন্দ্র সরকারের অসংবিধানিক কর্মকান্ডের বিরোধিতা করলে যেমন নেমে আসে প্রশাসনিক দমন পীড়ন ঠিক বাংলাতেও রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের দাবী নিয়ে আন্দোলন করলেই নেমে আসে প্রশাসনিক অত্যাচার। আমরা সংবিধান প্রেমিক ও দেশপ্রেমিক মানুষ তাই কখনই এই হিটলারি শাসন মেনে নেব না। রাজ্য সরকারের স্বৈরাচারী শাসনের নিন্দা জানিয়ে এবং ছাত্র-যূবদের উপর আমনবিক আক্রমনের প্রতিবাদ জানিয়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বামফ্রন্ট ও সহযোগী দলের ডাকা ১২ঘন্টা বাংলা ধম’ঘটকে সমর্থন করার কথাও স্পষ্ট জানিয়ে দেন আব্বাস সিদ্দিকী।

Related Articles

Back to top button
error: