হঠাৎই ফুরফুরা শরীফে এলেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: হঠাৎই ফুরফুরা দরবারে শরীফে এলেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। আজ সকালবেলা কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। তারপরেই সরাসরি ফুরফুরা দরবার শরীফে যান মিম সুপ্রিমো। আব্বাস সিদ্দিকীর পক্ষ থেকে টিডিএন বাংলাকে জানানো হয়েছে, ইতিমধ্যেই সাংসদ ওয়াইসি সাহেব ফুরফুরা শরীফে পৌঁছেছেন। এদিকে টিডিএন বাংলার হাতে যে ছবি এসেছে সেখানে দেখা যাচ্ছে, ফুরফুরা শরীফে পীরজ্বাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে আব্বাস সিদ্দিকী আছেন ওয়াইসির সঙ্গে। পাশাপাশি রয়েছেন মুসলিম লীগের সর্বভারতীয় সভাপতি সাবির এস গাফ্ফার। বিস্তারিত আসছে…..