গোটা দেশের পাশাপাশি বাংলাতেও শুরু ট্রায়াল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: করোনা ভাইরাসের মোকাবিলায় মানব প্রজাতি যেদিকে তাকিয়ে ছিল পশ্চিমবঙ্গ ও ভারতে সেই কোভিড ভ্যাকসিনের ট্রায়াল রান শুরু হয়ে গেল শনিবার। অন্য বেশ কিছু কেন্দ্রের মত নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখ উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রাম স্বাস্থ্য কেন্দ্রেও শুরু হয়ে গেল ট্র্যায়াল রান। পঁচিশ জন স্বাস্থ্যকর্মীর ওপরে প্রয়োগ করা হতে চলেছে কোভিড ভ্যাকসিন । তিনটি আলাদা কক্ষে তিনটি পর্যায়ে সমগ্র ভ্যাকসিন ট্রায়াল সংঘটিত হচ্ছে যার প্রথম পর্যায়ে থাকছে রোগীর স্বাস্থ্য পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন প্রয়োগ, তৃতীয় পর্যায়ে থাকছে পার্শ্ব প্রতিক্রিয়া জনিত সম্ভাব্য পর্যবেক্ষণ ।