HighlightNewsদেশ

ফের নজরদারি সাংবাদিকদের উপর, স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি

টিডিএন বাংলা ডেস্ক : ফের নজরদারির হুঁশিয়ারি। সাংবাদিকদের জন্য নয়া নির্দেশিকায় আরও একবার কড়া বার্তা দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব, অখন্ডতা কিংবা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপদজনক বা ক্ষতিকর কোনও খবর করলেই সরকারি স্বীকৃতি কেড়ে নেওয়া হতে পারে সাংবাদিকের। কোনও খবরে আদালত অবমাননা কিংবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলেও একই মাশুল গুনতে হতে পারে সাংবাদিককে। নির্দেশিকা আরও বলা হয়েছে, মানহানি কিংবা শালীনতা নৈতিকতা বিঘ্নিত হলেও স্বীকৃতি খাওয়াতে পারেন সাংবাদিকরা। কড়া নজর রাখা হবে প্ররোচনামূলক খবরে।

সরকারি স্বীকৃতি থাকলেও সাংবাদিককে সোশ্যাল মিডিয়া, ভিজিটিং কার্ড, লেটারহেড, চিঠির শিরোনাম, কোনও ফর্ম বা কোনও প্রকাশিত কাজের ওপর ভারত সরকার স্বীকৃত উল্লেখ করতে নিষেধ করা হয়েছে। এসবের মানদণ্ড নির্ধারণ করবে সরকার। মানে কোন খবর লেখা হবে, আর কোনটা বাদ। সেন্ট্রাল মিডিয়া অ্যাক্রিডিটেশন গাইডলাইন ২০২২-এ অনলাইন সংবাদমাধ্যমগুলিতে কাজ করা সাংবাদিকের শর্তসাপেক্ষে কেন্দ্রীয় সরকারি স্বীকৃতি দেবার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে অনলাইন প্লাটফর্ম অন্তত এক বছর ধরে চালু থাকতে হবে। ছয় মাসের গড় ভিজিটর কত, তা ক্যাগ অনুমোদিত অডিটরদের দিয়ে তৈরি রিপোর্টে প্রমাণ করতে হবে। অনলাইন নিউজ সাইট থেকে কত জন সাংবাদিক সরকারি অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন তাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

Related Articles

Back to top button
error: