টিডিএন বাংলা ডেস্ক : তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হুমকি দেওয়া হচ্ছে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে। প্রকাশ্যে এল এমনই একটি চাঞ্চল্যকর অডিও টেপ রেকর্ড। যে অডিও টেপ রেকর্ডে স্পষ্ট শোনা যাচ্ছে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, দেওয়া হচ্ছে হুমকি। ‘তৃণমূলে তো তোকে আসতেই হবে’ ওপর প্রান্ত থেকে ভেসে আসছে এমনই কথা। গতকালই কলকাতা হাইকোর্ট এই হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তার ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এই অডিও টেপ রেকর্ডটি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। শাসক দল তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
প্রথম থেকেই তপন কান্দুর পরিবারের পক্ষ থেকে রাজ্য পুলিশের তদন্তে বারবারই অনাস্থা প্রকাশ করা হয়েছিল। এই হত্যাকান্ডের তদন্ত ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তারা। এদিন কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে চাঞ্চল্য কর অডিও ক্লিপ প্রকাশ্যে আনলেন তপন কান্দুর পরিবার। তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা অমল কান্দু তপন কান্দুকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। অন্যদিকে তপনকে যে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য তিনি চাপ দিয়ে ছিলেন এবার সেই কথা স্বীকার করে নিয়েছেন অমল কান্দু।
উল্লেখ্য যে, পুরভোট নির্বাচনে ঝালদা বোর্ড ত্রিশঙ্কু হওয়ার পরেই তুমুল অশান্তি শুরু হয়। এই বোর্ড কাদের দখলে যাবে তা নিয়ে টানাপোড়েন শুরু হয়। এমতাবস্থায় হঠাত্ই খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।