HighlightNewsরাজ্য

হাওড়া জেলার মেধাবীদের পুরস্কৃত করল শিক্ষক সংগঠন আইটা

নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: আদর্শ সমাজ গঠনের বার্তা দিয়ে হাওড়া জেলার মেধাবীদের পুরস্কৃত করল অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশন বা আইটা। রবিবার উলুবেড়িয়া নিমদীঘি আপলিফ্টমেন্ট সেন্টার হলে এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠান হয়। শিক্ষক সংগঠনের দায়িত্বশীল শেখ মুহাম্মদ আরিফুল্লাহ জানান, অক্লান্ত পরিশ্রমের সাথে হাওড়া জেলা আইডিয়াল ট্যালেন্ট সার্চ এক্সাম ২০২৩ সম্পন্ন হয়েছে। সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে ২৫ ডিসেম্বর ২০২৩। রবিবার পরীক্ষায় উত্তীর্ণদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিন আইটার জেলা সভাপতি সৈয়দ জাহির আহমেদের প্রারম্ভিক ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান। তিনি তাঁর বক্তব্যে ছাত্র-ছাত্রীদের চারিত্রিক গুণাবলী এবং পিতা-মাতার সাথে তার কি সম্পর্ক হওয়া উচিত সে ব্যাপারে বিশদ বর্ণনা করেন। বিশিষ্ট সাংবাদিক ও কবি মোকতার হোসেন মণ্ডলের বক্তব্যে উপস্থিত জনমণ্ডলী অনুপ্রাণিত হন। অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশনের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন নিমদীঘি হাই মাদ্রাসার সহকারী শিক্ষক শেখ জামিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনটির সদস্যগণ,ভেনু ইনচার্জ, ইনভিজিলেটর, উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সাথে অসংখ্য অভিভাবক- অভিভাবীকাগন।

জানা গেছে, হাওড়া জেলায় ৮ টি সেন্টারে প্রায় ১৭০০ জন পরীক্ষার্থী আইডিয়াল ট্যালেন্ট সার্চ এক্সাম-২০২৩ দিয়েছিল। এই ৮টি পরীক্ষা কেন্দ্রের যারা কেন্দ্রীয় স্তরে স্থান পেয়েছে তাদের নিয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাওড়া জেলা স্তরে এবং সেন্টার লেভেলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ভাষণ পেশ করেন আইটার জেলা সম্পাদক শাহনাওয়াজ খান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিল্পী, শিক্ষক নুর আলম মোল্লা সাহেব।

Related Articles

Back to top button
error: