HighlightNewsরাজ্য

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি তদন্তে তুঙ্গে ইডি-র তৎপরতা, নিরবে খোঁজখবর রাজ্য পুলিশেরও!

টিডিএন বাংলা ডেস্ক: শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়-সহ আরও একজন। শুক্রবার সকাল থেকে দীর্ঘ ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শনিবারপার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইনফোর্সমেন্ট ডিরেক্টর-এর অফিসাররা নগদ ২১ কোটি টাকা-সহ অসংখ্য বিদেশি মুদ্রা ও লক্ষ লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করেছে। ইডির দাবি, ২১ কোটি টাকা উদ্ধার হলেও তারা ১২০ টাকার দুর্নীতি বিষয়ে জানতে পেরেছেন এবং তা কোথায় আছে তা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। শিক্ষা ক্ষেত্রে নিয়োগের দুর্নীতিতে পাট চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরো অনেককে যুক্ত থাকার সম্ভাবনার কথা জানাচ্ছে রেডি। আর তাই ইতিমধ্যে পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর সহ আরো অনেকে বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে।অনেকে জড়িয়ে আছে। দুর্নীতির বিভিন্ন শাখা-প্রশাখায় ছড়িয়ে পড়ে সেগুলির উৎস খোয়ার চেষ্টা করছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরের অধিকর্তারা।

আর এমন পরিস্থিতিতে চুপিসারে খোঁজখবর চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশও।মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বিষয়ে যে বিশেষ তদন্ত চালিয়ে যাচ্ছে তার সাথে সমান্তরাল ভাবে খোঁজখবর নিয়ে চলেছে রাজ্য পুলিশও। রাজ্য পুলিশের বিশেষ কয়েকটি স্পেশাল ব্রাঞ্চের শাখাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর। কারা কারা এক্ষেত্রে দুর্নীতিতে অভিযুক্ত হতে পারে, বা কাদের দিকে দুর্নীতিতে অভিযুক্ত থাকার আঙুল উঠছে ইত্যাদি বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছে রাজ্য পুলিশ। মূলত এটা কোন তদন্ত নয়। শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য এই কাজ করছে রাজ্য পুলিশ। পাশাপাশি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বামফ্রন্ট সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির বিষয়টিও। একাধিক সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বারবার বাম শাসনামলে এক পরিবারের একাধিক ব্যক্তিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দেওয়া বা লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরি পাওয়া ইত্যাদি নানান অভিযোগ করেছিলেন। এবার সেই অভিযোগের শিকড় উন্মোচনেও তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ।

Related Articles

Back to top button
error: