Highlightরাজ্য

‘ফিলিস্তিনী মুসলিম ভাইদের রক্ত ঝরছে’, ইসরাইলের বিরুদ্ধে সরব মুহাম্মদ কামরুজ্জামান

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ফিলিস্তিনের উপর ইসরাইলি হামলায় নিন্দা করে এক বিবৃতি দিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। তিনি বিবৃতিতে জানান,”বিশ্বব্যাপী যখন মুসলিম উম্মাহ রোজাব্রত পালন করছে এবং ঈদ উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন ফিলিস্তিনী মুসলিম ভাইদের রক্ত ঝরছে।’

কামরুজ্জামান বিবৃতিতে বলেন,’যায়নবাদী ইহুদি সরকার বিনা প্ররোচনায় নামায রত নিরীহ মুসলিমদের উপর সেনা বাহিনী লেলিয়ে দিয়ে নিরস্ত্র ফিলিস্তিনীদের ব্যাপক হতাহত করছে।’

সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসী রাষ্ট্র ইজরাইলের এই সহিংস তৎপরতার তীব্র ভাষায় নিন্দা করি। ভারত সরকারের কাছে আবেদন, তারা যেন এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা করেন।’

Related Articles

Back to top button
error: