বিনোদন

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সোনুর নাম প্রস্তাব? জবাবে যা বললেন সোনু সুদ

টিডিএন বাংলা ডেস্ক : সাধারণ মানুষ হিসেবেই ভাল আছেন৷ সাধারণ মানুষ হয়েই থাকতে চান৷ তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছা নেই৷ বাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনই জানান সোনু সুদ৷

করোনার ধাক্কায় স্বাস্থ্যসহ গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থাও হুমকির মুখে। এমন পরিস্থিতিতে বলিউড ও দক্ষিণের অনেক তারকাই নানা উদ্যোগ নিয়ে এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।

সালমান খান, বিরাটপত্মী আনুশকাসহ অনেক তারকাই অর্থ ও খাবারের যোগান দিয়ে মানবিক কাজে অংশগ্রহণ করছেন।

তবে এদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন অভিনেতা সোনু সুদ। অর্থ সহায়তা ছাড়াও বিদেশের সঙ্গে যৌথভাবে ভারতে অক্সিজেন প্ল্যান্ট তৈরির চেষ্টা করছেন।

মানুষের পাশে দাঁড়াতে নিজের ১০ কোটির একটা সম্পত্তি বন্ধক পর্যন্ত রেখেছেন সোনু। এমন সব মানবিক কর্মকাণ্ডে জড়িয়ে গোটা ভারতে প্রশংসিত সোনু।

পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানো থেকে শুরু করে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়তে গিয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানো, সবকিছুতেই নিজের মতো করে কাজ করে চলেছেন সোনু সুদ৷ করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে কখনও হায়দরাবাদে অক্সিজেন পাঠাচ্ছেন আবার কখনও নাগপুর থেকে তরুণীকে বড় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাচ্ছেন৷ সবকিছু মিলিয়ে বর্তমানে গরিবের মসিহা হিসেবে পরিচিত সোনু সুদ৷ সেই সোনু সুদকে ভারতের প্রধানমন্ত্রী করা উচিত বলে সম্প্রতি মত প্রকাশ করেন অভিনেতা ভীর দাস এবং রাখি সাওয়ান্ত৷

জবাবে সোনু জানান, এমন ইচ্ছা কখনো ছিল না তার। এখনও নেই।

সোনু বলেন, ‘সাধারণ মানুষ হয়েই ভাল আছি। প্রধানমন্ত্রী হতে চাই না। আমাদের ভাইরা তো নির্বাচনে দাঁড়াচ্ছেন। ওটা আমার কাজ নয়। আপনাদের সঙ্গে কাজ করতে পেরেই খুশি আমি।’

Related Articles

Back to top button
error: