রাজ্য

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সামসেরগঞ্জে

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। মৃত ওই যুবকের নাম রফিকুল ইসলাম(২১)। মঙ্গলবার ভোরে ভাসাইপাইকর এলাকা থেকে তার দেহ উদ্ধার করা হয়। শরীরে কোনোরকম আঘাত না থাকায় খুন না অন্য কোনোভাবে মৃত্যু ? তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ভাসাইপাইকর গ্রামে চোর প্রবেশ করেছে বলে হইচই শুরু হয়। রাতেই হাজার হাজার মানুষের সাথে চোর তাড়া করতে বাড়ি থেকে বের হন পেসায় রাজমিস্ত্রি যুবক রফিকুল ইসলামও। কিন্তু গ্রামে চোর খুঁজে না পাওয়া গেলে সবাই নিজ নিজ বাড়ি ফিরে গেলেও বাড়ি ফেরেনি সে। দীর্ঘক্ষন বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। কিন্তু তাতেও মেলেনি সন্ধান। মঙ্গলবার সকালে থানায় নিখোঁজ ডায়েরি করতে যাওয়ার কথাও ভেবেছিল পরিবার। কিন্তু হঠাতই খবর আসে বাড়ি থেকে কিছুটা দূরত্বে একটি পুকুরে দেহ পরে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তাতেই দেখা যায় মৃতদেহটি নিখোঁজ রফিকুল ইসলামের। কিভাবে তার মৃত্যু হল তা নিয়ে বেজায় ধন্ধে পুলিশ। যদিও পুলিশের প্রাথমিক অনুমান, পুকুরে ডুবেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ময়নাতদন্তের পরেই আসল রহস্য বেরিয়ে আসবে বলেই জানিয়েছে পুলিশ। ঘটনায় কোনোরকম অভিযোগ দায়ের হয়নি।

Related Articles

Back to top button
error: