টিডিএন বাংলা ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির পরের দিনই হাইকোর্টে মামলা দায়ের করলেন এক আইনজীবি। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন ফিরদৌস শামিম নামে ওই আইনজীবী। এদিকে ওই মামলায় প্রাথমিকভাবে সায়ও দিয়েছে হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি সেই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছেন বিচারপতি।