কংগ্রেস এখন আর একটি কার্যকরী বিরোধী দল নয়; জানালেন বড়িষ্ঠ কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিবাল

ছবি সৌজন্যে কপিল সিবালের ফেসবুক পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: কংগ্রেস এখন আর একটি কার্যকরী বিরোধী দল নয়। শুধু তাই নয়, দলকে শক্তিশালী করার জন্য কোনরকম প্রচেষ্টাও করা হয়নি। এমনটাই মন্তব্য করলেন কংগ্রেসের বলিষ্ঠ নেতা তথা আইনজীবী কপিল সিবাল। সম্প্রতি একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হতে ইচ্ছুক নয় জানানোর পর থেকে প্রায় দেড় বছর ধরে দল কোন সভাপতি ছাড়া রয়েছে। কিভাবে একটি দল কোন সভাপতি ছাড়া দেড় বছর ধরে কাজ করতে পারে? কংগ্রেসের কর্মীরা জানেন না তারা কোথায় যাবেন।

শুধু তাই নয়, গুজরাট এবং মধ্যপ্রদেশের নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দিতায় কংগ্রেসের খারাপ ফলাফলের প্রসঙ্গ উত্থাপন করে কপিল সিবাল বলেন,”আমরা গুজরাটি আটটি আসনেই হেরে গেছি। ৬৫ শতাংশ ভোট চলে গেছে বিজেপির খাতায় যদিও এই আসনগুলি খালি করেছিলেন কংগ্রেসের নেতারাই। মধ্যপ্রদেশে ২৮ টি আসনে খালি করেছিলেন কংগ্রেসের নেতারা কিন্তু কংগ্রেস শুধু মাত্র আটটি আসনে জয়লাভ করেছে।” তিনি আরো বলেন,”যেখানে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা সেখানে আমরা একটি কার্যকরী বিকল্প নই। কোথাও নিশ্চয়ই ভুল রয়েছে। আমাদের এ সম্বন্ধে কিছু করা উচিত।”

ওই সাক্ষাৎকারে কপিল সিবাল আরো বলেন, তিনি জুলাই মাসে দলীয় সংসদীয় কমিটির বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন। এরপরে ২৩ জন কংগ্রেস নেতা দলের সভাপতির উদ্দেশ্যে আগস্ট মাসে একটি চিঠিও লেখেন, কিন্তু এ বিষয়ে দলের তরফ থেকে আর কোনো আলোচনা করা হয়নি। এমনকি তাঁদের সাথে এ বিষয়ে আর কোনো কথাও বলা হয়নি বলে মন্তব্য করেন কপিল সিবাল।