আনিস কাণ্ডে ধৃতদের জামিনের আবেদন খারিজ আদালতের, পরবর্তী শুনানি ২৩ মার্চ

টিডিএন বাংলা ডেস্ক : আলিয়ার ছাত্র আনিস খান কাণ্ডে ধৃত আমতা থানার ২ পুলিশকর্মীর জামিন নাকচ করল হাওড়া জেলা আদালত। বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হয় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক পুলিশ প্রীতম ভট্টাচার্যকে। এই মামলার পরবর্তী শুনানি ২৩ মার্চ।
আনিস খানের মৃত্যুর ঘটনায় দুই পুলিশকর্মীর বিরুদ্ধে ৩০২, ২০১ ও ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে হাওড়া গ্রামীন পুলিশ। বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে আনিস খানের মামলার শুনানিতে আদালতে পেশ করা হয় দুই পুলিশকর্মীকে। সেখানে জামিনের আবেদন করেন তাঁরা। কিন্তু সেই আবেদন নাকচ করে দেন বিচারক। আনিস খানের বাবার আইনজীবী আহমেদ মিদ্যা জানান, কিছু গাড়ি, বাইক ও পুলিশের পোশাক হেফাজতে নিয়েছে পুলিশ।
এদিকে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও

এখনও তদন্ত রিপোর্ট জমা দেয়নি রাজ্যের বিশেষ তদন্তকারী দল। তদন্ত বর্তমানে কী অবস্থায় আছে, সওয়াল তুলে কলেজ স্ট্রিটে প্রতিবাদে নেমেছে এসএফআই। সেই সাথে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, “সিট এর রিপোর্ট পেশ করার আগে পাবলিক হলো কীভাবে? “। ওপর দিকে শাসক দলের নেতা-মন্ত্রীরা বারবার আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং তাঁর ঘোষিত তদন্তে আস্থা রাখতে। যদিও ধৃত ২ পুলিশকর্মীর দাবি, তাঁদের ফাঁসানো হয়েছে। উপরতলার কর্তাদের নির্দেশেই এই কাজ করেছেন তাঁরা।