টিডিএন বাংলা ডেস্ক: পুরুলিয়ার জয়পূর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জল কুমারের মনোনয়ন পত্র বাতিল করল ইলেকশন কমিশন। কমিশনের তরফ থেকে দাবি করা হয়েছে মনোনয়ন পত্রে ত্রুটি থাকার কারণে বাতিল করা হয়েছে তৃণমূল প্রার্থীর মনোনয়ন পত্র। এদিকে প্রথম দফায় ২৭ মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ। সে ক্ষেত্রে ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ায়নতুন করে আর ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হবে না।