রাজ্য

বাড়িতে বসেই ফাইনাল পরীক্ষা, খাতাও দেখবেন নিজের কলেজের শিক্ষকরা, ঘোষণা বিশ্ববিদ্যালয়ের

টিডিএন বাংলা ডেস্ক: বাড়িতে বসেই হবার ফাইনাল পরীক্ষা। ছাত্রছাত্রীদের খাতাও দেখবেন নিজের কলেজের শিক্ষকরাই। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা, বিদ্যাসাগর ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত ৩১ অগস্ট কলেজ-বিশ্ববিদ্যালযের স্নাতক ও স্নাতকোত্তর ফাইনাল ইয়ারের পরীক্ষার সময়সূচী জানানো হয়। পরীক্ষা বাধ্যতামূলক করে ইউজিসি ও সুপ্রিম নির্দেশের পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, ফাইনাল ইয়ারের পরীক্ষা ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে নিতে হবে। পরীক্ষার রেজাল্ট বের হবে ৩১ অক্টোবর।
তিনি জানান, এবছর প্রশ্নপত্র বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা উত্তর লিখে অনলাইনে জমা করতে পারবেন। করোনা সংক্রমণের আবহে সুরক্ষা বিধি মেনে চলতেই এই প্রক্রিয়া এ বছর চালু করা হচ্ছে। অনেক পড়ুয়াই বহু দূর থেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসেন। করোনা কালে ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার অনেক সমস্যা রয়েছে। আর সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে তাতে সুরক্ষার ব্যাপারটা উড়িয়ে দেওয়া যায় না। তাই ছাত্রছাত্রীরা আপাতত বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবেন। উপাচার্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। ঠিক তারপরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের প্রস্তাব মতোই পরীক্ষা নেওয়া হবে। মেল বা হোয়াটসঅ্যাপ করে প্রশ্নপত্র পাঠানো হবে। প্রতিটি পেপারের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ৬৮টি বিভাগেই একই নিয়ম মেনে পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রায় ১৫০ কলেজের পরীক্ষার্থীদের মেল বা হোয়াটসঅ্যাপ করে খাতা জমা দিতে বলল হবে। যারা সেটা পারবে না তারা হার্ড কপিও দিতে পারবে। আর পরীক্ষার খাতাও এবার দেখবে‌ন সংশ্লিষ্ট কলেজের শিক্ষকরাই।

Related Articles

Back to top button
error: