দেশ
হ্যাক হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট!
টিডিএন বাংলা ডেস্ক: হ্যাক হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট! টুইটারের তরফে জানানো হয়েছে, narendramodi_in নামে মোদীর টুইটার অ্যাকাউন্ট থেকে সকালে বেশ কিছু ভুয়ো টুইট ছড়িয়ে পড়ে। তার পরেই সতর্ক হয় টুইটার। গোটা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে খুব দ্রুত ত্রুটি মেরামত করে ফেলা হবে বলেই জানানো হয়েছে।