টিডিএন বাংলা ডেস্ক: দেশের প্রত্যেকটি মানুষকে করোনার টিকা দেওয়ার কথা কখনোই নাকি বলেনি কেন্দ্র সরকার। মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। শুধু তাই নয় এমন একটি গুরুত্বপূর্ণবৈজ্ঞানিক বিষয় নিয়ে শুধুমাত্র সত্য তথ্যের ভিত্তিতেই কথাবার্তা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের মন্তব্যকে সমর্থন করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিজি বলরাম ভার্গব বলেছেন,”টিকা কতটা কার্যকর তার ওপরে টিকাকরণ প্রকল্পের সাফল্য নির্ভর করে। আমরা যদি করোনা যুদ্ধের প্রথমসারিতে থাকা মানুষদের বা প্রাণসংশয় রয়েছে এমন মানুষদের টিকা দিয়ে ভাইরাসের শৃঙ্খলটাকে যদি আমরা ভাঙতে পারি তাহলে সমগ্র দেশবাসীকে টিকা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে।”
করোনার সংক্রমণ সংক্রান্ত সাপ্তাহিক সম্মেলনে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ আরও জানিয়েছেন ভারতের পরিস্থিতি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই ভালো। প্রত্যেক মিলিয়নের সংক্রমণের হার এর অনুপাত অনুযায়ী ভারতে করোনার সংক্রমণের গতি অনেকটাই কম। গত সপ্তাহে গড় সংক্রমণের হার ছিল ৩.৭২ শতাংশ যা অন্যান্য দেশগুলোর তুলনায় বিশেষত ইউরোপীয় দেশগুলোর তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।