HighlightNewsদেশ

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কেন্দ্র সরকারকে কৃষি আইন বাতিলের আহ্বান জানিয়েছে; বাংলা তামিলনাড়ু ও কেরালায় নির্বাচনী লড়াইয়ের ঘোষণা

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলা: ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তরফ থেকে কেন্দ্রের মোদি সরকার কে কৃষি আইন বাতিলের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি এই আইনে এমএসপি অর্থাৎ ন্যূনতম সমর্থন মূল্যের অন্তর্ভূক্তীকরণের দাবি জানানো হয়েছে। সোমবার একটি সাংবাদিক সম্মেলনে কৃষক আন্দোলনের পাশাপাশি সরকারি খামার আইন, শিক্ষার্থী ও কর্মীদের গ্রেফতার ইত্যাদি বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়েছে। এর সাথেই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার তরফ থেকে ঘোষণা করা হয়েছে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং কেরলে নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করবে দল।

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার সভাপতি এসকিউআর ইলিয়াস বলেছেন, ভারতের ওয়েলফেয়ার পার্টির একজন প্রতিনিধি কৃষক নেতাদের সাথে দেখা করে তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন।আমরা চাই সরকার তিনটি কৃষক বিরোধী আইন বাতিল করুক এবং কৃষকদের সাথে আন্তরিকভাবে আলোচনা করুক।”

আইনের মাধ্যমে এমএসপি অন্তর্ভুক্তি করন এবং তাৎক্ষণিক ত্রাণের জন্য একটি প্যাকেজ সুনিশ্চিত করার আবেদন জানান এসকিউআর এলিয়াস।পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ অবক্ষয়ের শিখরে পৌঁছেছে। জনগণের মৌলিক, রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষার চেষ্টা করে এমন আসল ইস্যু এবং সাংবিধানিক বন্ধনকে সম্মান করা হয় না।

ওই সাংবাদিক সম্মেলন থেকে “লাভ জিহাদ” সংক্রান্ত আইন প্রবর্তন করার বিষয় নিয়ে কেন্দ্রের মোদি সরকার এবং উত্তরপ্রদেশের যোগী সরকারকে কটাক্ষ করেছেন এসকিউআর ইলিয়াস। তিনি বলেন,”বিজেপি সরকার ধর্মীয় ভিত্তিতে জনগণকে বিভক্ত করার লক্ষ্যে একটি নতুন পরিভাষা ‘লাভ জিহাদ’ তৈরি করেছে এবং এটিকে আইন করার লক্ষ্যে রয়েছে। লাভ জিহাদ সম্পূর্ণ জাল এবং এর কোনও আইনী পবিত্রতা নেই এবং আইনের আদালতে দাঁড়াবে না। এটি সংবিধানের ২৫ অনুচ্ছেদের পরিপন্থী। এটি কোনও ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী।” ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে লাভ জিহাদ সংক্রান্ত আইনের প্রতি তীব্র নিন্দা জানিয়ে, এই আইন প্রত্যাহারের দাবি করা হয়েছে।

 

 

Related Articles

Back to top button
error: