আন্দোলনকারী কৃষকদের দিল্লির সমস্ত সীমানা সিল করার ভাবনা; দিল্লির সাথে সংযোগকারী পাঁচটি রাস্তায় চাক্কা জ্যাম

ছবি সৌজন্যে লেখরাজের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: আজ দিল্লির সমস্ত সীমানা সিল করার পথে আন্দোলনকারী কৃষকরা। রাজধানীর সাথে সংযোগকারী পাঁচটি রাস্তাতেই করা হতে পারে চাক্কা জ্যাম। দিল্লি হরিয়ানা সীমান্তের সিংঘু অঞ্চলের পাশাপাশি বুরারি ময়দানেও বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। কৃষি আইনের প্রতিবাদে কৃষক আন্দোলনের এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গভীর রাতে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। সরকারের তরফ থেকে শর্তসাপেক্ষে আলোচনার প্রস্তাব ইতিমধ্যেই বাতিল করেছে কৃষক সংগঠনের আন্দোলনরত সদস্যরা। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের দাবি কৃষকদের সঙ্গে আলোচনা চলছে এবং তিনি আশাবাদী ৩ ডিসেম্বর সরকারের সঙ্গে কৃষকরা আলোচনায় বসবে।

 

দিল্লির কৃষক আন্দোলনের প্রভাব পড়েছে কলকাতাতেও। কৃষি বিলের বিরোধিতা এবং দিল্লিতে কৃষকদের রুখতে লাঠিচার্জ, জলকামানের মত পন্থা অবলম্বন করার প্রতিবাদে রবিবার বিজেপি রাজ্য দপ্তর অভিযানের ডাক দেন কলকাতার শিখ সম্প্রদায়ের বাসিন্দাদের একাংশ। যদিও বিজেপির পার্টি অফিসে পৌঁছনোর আগেই সেন্ট্রাল এভিনিউতে পুলিশ আটকে দেয় ওই মিছিল।