চিঠি দিলেই রোহিঙ্গাদের তাড়াবো, মন্তব্য অমিত শাহের, পাল্টা দিলেন আসাদুদ্দিন ওয়াইসি

টিডিএন বাংলা ডেস্ক: ১ ডিসেম্বর গ্রেটার হায়দরাবাদে মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপের পারদ যেন চড়তেই আছে। আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি অমিত শাহকে আক্রমন করার পরেই এবার রোহিঙ্গা, বাংলাদেশি ইস্যুতে ওয়সীকে আক্রমন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, অবৈধ বসবাসকারীদের সরিয়ে দিতে হবে এবং সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, ওয়েইসি এটা লিখিত ভাবে জানিয়ে দিন। আমি ব্যবস্থা নিলে সংসদে হাঙ্গামা করে ওরা। আপনারা এটা দেখেননি? উনি লিখিত ভাবে আমায় বলুন, রোহিঙ্গা, বাংলাদেশিদের বিতাড়ন করতে হবে। তারপর আমি পদক্ষেপ করব। তখন আর নির্বাচনী ভাষণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ব্যাপারটা। সংসদে এ নিয়ে আলোচনার সময় কারা ওদের পক্ষে থাকে দেশবাসী সেটা জানে।’ যদিও অমিত শাহের এমন দাবির পর ফের পাল্টা আক্রমণ করেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, সম্ভবত ইতিহাসে প্রথম মন্ত্রী উনিই যাঁর নিজের কাজ করতে গেলে এমপির চিঠি লাগে! ওনার নিজের দলই হায়দরাবাদে বেআইনি অনুপ্রবেশকারী থাকার কাল্পনিক কাহিনি তৈরি করেছে আর এখন উনি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমার সম্মতি চাইছেন!