HighlightNewsরাজ্য

ওয়াকফ বোর্ড ঘেরাওয়ের ডাক দিল ইমাম সংগঠন

টিডিএন বাংলা ডেস্ক: আগামী ২২ নভেম্বর ওয়াকফ বোর্ড ঘেরাওয়ের ডাক দিয়েছে সারা বাংলা সংখালঘু যুব ফেডারেশন ও অলইন্ডিয়া ইমাম-মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। মঙ্গলবার রাতে মাওলানা শাফিক কাসেমি, মুহাম্মাদ কারুজ্জামান, মাওলানা আবদুর রাজ্জাক এবং সাহুদ আলম-সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মাওলানা শফিক কাসেমি বলেন, ২২ নভেম্বর বেলা ১২ টা নাগাদ টিপু সুলতান মসজিদ সংলগ্ন স্টেটসম্যান হাউসের সামনে জমায়েত করে একটি মিছিল রাজ্য ওয়াকফ বোর্ডের উদ্দেশ্যে রওনা দেবে। এরপর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হবে।
মুহাম্মদ কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ওয়াকফ বোর্ডের কাছে দাবি-দাওয়া জানানো হয়েছে। কিন্তু বোর্ড এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি। ইমামভাতা দীর্ঘদিন ধরে বৃদ্ধি করার দাবি করা হলেও এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বিনা খরচে ইমামদের চিকিৎসার ব্যবস্থা এবং তাঁদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করার কথা বলা হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত করা হয়নি। এ ছাড়া ওয়াকফ বোর্ডের নানা ধরণের দুর্নীতি হচ্ছে এবং সেবিষয়ে বোর্ড কোনও উদ্যোগ নিচ্ছে না। এই বিষয়গুলিও তুলে ধরা হবে ওই দিন।

Related Articles

Back to top button
error: