HighlightNewsরাজ্য

কৃষকদের চাপে রাসায়নিক সারের কালোবাজারি রুখতে গোডাউনে তল্লাশি অভিযান সহ-কৃষি অধিকর্তার

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা মালদা: ফের রাসায়নিক সারের কালোবাজারি মজুদ নিয়ে সরব চাষীদের একাংশ। অভিযোগের পরিপেক্ষিতে অবশেষে চাপে পড়ে নড়েচড়ে বসল সহ-কৃষি অধিকর্তা। শুক্রবার দুপুর দুটো নাগাদ থেকে শুরু করে অভিযোগের পরিপ্রেক্ষিতে বেআইনিভাবে মজুদ করে রাখা সারের গোডাউন খতিয়ে দেখলেন স্বয়ং পুরাতন মালদা ব্লকের সহ কৃষি অধিকর্তা ডঃ সাইফুল ইসলাম মন্ডল সহ মালদা থানার পুলিশ প্রশাসন। এদিন মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী এবং ভাবুক অঞ্চলের বেশ কয়েকটি সারের দোকানের গোডাউনে অভিযান চালানো হয়। পাশাপাশি গোডাউন থেকে বেআইনিভাবে মজুদ কালোবাজারি রাসায়নিক সার প্রচুর পরিমাণে উদ্ধার হয়েছে বলে খবর।
চাষীদের অভিযোগ, দোকানে রাসায়নিক সার কিনতে আসলে যে পরিমাণ মজুদ করে রাখা হয়েছে তার থেকে অনেক কম চাষীদের বুঝিয়ে রাসায়নিক সার দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ সহ কৃষি অধিকর্তা অফিস ঘেরাও করে আন্দোলনে সামিল হওয়া সত্বেও সরকারি নির্ধারিত দামের থেকেও আবার একশ্রেণীর সার ব্যবসায়ীরা বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ।
পাশাপাশি চাষীদের গুরুতর অভিযোগ, বেআইনিভাবে মজুদ করা কালোবাজারি সাথে যুক্ত রয়েছে খোঁজ প্রশাসন নিজেই। সে কারণে এত আন্দোলন করার পরেও নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ চাষীদের একাংশের দাবি।
এ বিষয়ে সংবাদ মাধ্যমে সহ-কৃষি অধিকর্তাকে ধরা হলে তিনি জানান, চাষীদের অভিযোগ পেয়েছি এবং সারের প্রতিটি গোডাউন খতিয়ে দেখছি। তিনি আরো জানান যে সমস্ত সার ব্যবসায়ীরা সরকারি নিয়ম অনুযায়ী চলবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীকাল থেকে সারের সঠিক এমআরপি দামে কৃষকেরা সার কিনতে পারবেন। তবে এখন দেখার বিষয় প্রশাসনিক আশ্বাস কতটা মেলে।

Related Articles

Back to top button
error: