HighlightNewsরাজ্য

ঈদের আনন্দ ম্লান প্রাকৃতিক দূর্যোগে, তবে বৃষ্টিতে ধরা ভেজায় খুশি সকলেই

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা : দীর্ঘ এক মাস ব‍্যাপী রোজা বা উপোস পালন করার পর ইসলাম ধর্মাবলম্বীরা ঈদের আনন্দে আত্মহারা হয়। কিন্তু গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে ঈদের আনন্দ মলিন হয়ে যায়। তবে এবছর করোনা পরিস্থিতি অনেক টাই স্থিতিশীল। সবাই ভেবে ছিল এবার অন্তত তারা একটু ঘুরতে যাবেন বাইরে। কিন্তু এবার ঈদের উৎসবের আনন্দ ম্লান করতে হাজির হল প্রাকৃতিক দূর্যোগ। কাল বৈশাখী মাসে ঝড় বৃষ্টির প্রচণ্ডতায় ঘর থেকে সেভাবে বার হতেই পারেনি মানুষ। তাই অনেক জায়গাতেই দেখা যায় নামাজের জামাআতে ঈদগাহ ফাঁকা। যেখানে হাজার হাজার মানুষ সম্মিলিত ভাবে নামাজ পড়ত। সেখানে এবার অল্প কিছু মুসল্লি নিয়েই নামাজ অনুষ্টিত হল। কারণ প্রাকৃতিক দূর্যোগের কারণে আগাম সতর্কতা হিসাবে ঈদগাহের ময়দানের পরিবর্তে মসজিদে মসজিদে নামাজ অনুষ্টিত হয়েছে।

প্রাকৃতিক দূর্যোগের কারণেই ঈদের আনন্দ ম্লান হয়েছে এটা ঠিক। তবে বৃষ্টিতে ভিজেছে ধরা, তাই ঈদের দিনে তেমন ঘোরাঘুরি করতে না পাড়লেও খুশি সকলেই। কলকাতার রেড রোড সহ একাধিক জায়গায় দেখা গিয়েছে লক্ষাধিক মানুষ মানুষ সম্পূর্ণ বৃষ্টিতে ভিজেই ঈদের নামাজ আদায় করেছেন। বৃষ্টির ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে যায়নি কেউ। তাদের এই দৃঢ়তার প্রশংসা করেছেন খোদ বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৃষ্টি স্নাত নামাজ নিজ চক্ষে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন।

Related Articles

Back to top button
error: