আন্তর্জাতিক

অভিবাসন প্রত্যাশীদের ওপর গুলি চালানোর অভিযোগ লিবিয় কোস্টগার্ডের বিরুদ্ধে

টিডিএন বাংলা ডেস্ক: সমুদ্রে ভাসমান একটি ছোট নৌকায় প্রায় দুই ডজন অভিবাসন প্রত্যাশী দের উপরে লিবীয় কোস্টগার্ডের গুলি চালানোর ও নৌকায় ধাক্কামারার চেষ্টার অভিযোগ উঠল। জার্মানভিত্তিক অলাভজনক সংস্থা সি ওয়াচ ভূমধ্যসাগরের উপর একটি পর্যবেক্ষণ অভিযান পরিচালনা করছিল। প্লেনে থেকে তারা দেখতে পান সমুদ্রের আন্তর্জাতিক জলসীমায় ভাসমান একটি অভিবাসী জাহাজের উপরে কোস্টগার্ডের একটি জাহাজ কয়েকবার গুলি চালিয়েছে এবং তারা নৌকাটি কে ধাক্বা মারার চেষ্টা করে। অল্পের জন্য বেঁচে যায় নৌকাটি। এমতাবস্থায় তারা রেডিওর মাধ্যমে লিবিয়ার কাছে অভিবাসন প্রত্যাশীদের জীবন বিপন্ন করার চেষ্টা বন্ধ করতে আবেদন করে। প্রতিক্রিয়ায় লিবিয়ার পক্ষ থেকে জানানো হয় তারা অভিবাসীদের রক্ষা করতে চেষ্টা করছিল। উল্লেখ্য যে, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গৃহযুদ্ধ ও পারস্পরিক যুদ্ধের ফলে কয়েক কোটি মানুষ ভিটেমাটি সহায়-সম্পত্তি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ফলে তারা নিরাপদ আস্তানার খোঁজে বিপদজনক সমুদ্র যাত্রায় নামতে বাধ্য হয়। ছোট নৌকা তে অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলে বহু অভিবাসী জাহাজ ডোবার ঘটনা ঘটেছে ফলে বহুবার নৌকাডুবির ফলে অভিবাসীদের মৃত্যুর ঘটনা ঘটেছে বিভিন্ন সমুদ্র সৈকতে ভেসে আসতে দেখা গেছে অভিবাসীদের লাশ। কোথাও আবার ইচ্ছাকৃতভাবে অভিবাসীদের নৌকা ডুবিয়ে দেওয়ার চেষ্টারও অভিযোগ উঠেছে। এই সুযোগে বিভিন্ন দেশে ব্যাপকহারে শুরু হয়েছে মানব পাচার ও মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের পাচারের ব্যবসা।

Related Articles

Back to top button
error: