দেশ

রাস্তার কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সকলের: দিল্লি হাইকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক : কুকুরপ্রেমী ও স্থানীয়দের মধ্যেকার বিরোধের মামলার ভিত্তিতে ঐতিহাসিক এক রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, রাস্তার কুকুরদের খাওয়ানোর অধিকার আছে সাধারণ মানুষের। এ রায়কে বলা হচ্ছে কুকুরপ্রেমীদের জন্য বেশ তাত্পর্যপূর্ণ একটি ঘটনা।

বৃহস্পতিবার এ রায়টি দিল্লি হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। রায়ের পাশাপাশি বিচারক জে আর মিধা বলেন, পথ কুকুরদের খাওয়ানো যাবে। তার অধিকার পশুপ্রেমীদের আছে। তারা নিজেদের উঠোনে বা নির্দিষ্ট স্থানে সেটা করতে পারেন। যদিও একইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, পথের কুকুরদের সংখ্যা বৃদ্ধি রোধ করতে নির্বীজকরণ করা আবশ্যিক।

তবে সঙ্গে কুকুরের প্রতি নির্যাতন হচ্ছে কিনা তা আইন অনুযায়ী পর্যবেক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে।

Related Articles

Back to top button
error: