আন্তর্জাতিক

গুরুদ্বারে গিয়ে শিখ-হিন্দুদের পাশে থাকার বার্তা তালিবদের

টিডিএন বাংলা ডেস্ক : আফগানিস্তান তালিবানদের কব্জায় যেতেই, মিডিয়াতে উঠে আসছে একের পর এক নৃশংসতার ছবি। এবার অবশ্য ধরা পড়ল তালিবদের অন্য এক ছবি। কাবুলের গুরুদ্বার কারতে পারওয়ান সাহিবে আশ্রয় নিয়েছে বেশ কিছু শিখ ও হিন্দু ধর্মাবলম্বী। এবার সেইসব অসহায়দের পাশে দাঁড়ালো তালিবানরা।

অকালি দলের নেতা মনজিন্দর সিং সিরসা একটি ভিডিও পোস্ট করেন। দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দরের পোস্ট করা ৭৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল লোক যাদের আপাতভাবে তালিবান মনে হচ্ছে, তারা গুরুদ্বারে গিয়েছিলেন। সেখানে আশ্রিত শিখদের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় ভাষা গুরুদ্বার কমিটির প্রেসিডেন্টের একটি বিবৃতিও রয়েছে ওই ভিডিও সঙ্গে। মনজিন্দর টুইটারে লেখেন, তিনি কাবুলের গুরুদ্বার কমিটির সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছেন। তালিবানরা তারা সেখানে গিয়ে হিন্দু ও শিখ আশ্রিতদের সঙ্গে কথা বলেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। সেই ভিডিওটি টুইট করেন তালিবানের এক মুখপাত্র এম নইম। আল-জাজিরার একটি রিপোর্ট এর অংশ হিসেবে সেই ভিডিও সামনে আসে। টুইটারে নইম লেখেন, “শিখদের ধর্মস্থানের প্রধানরাই বলছেন, আমরা নিরাপদ ও নিশ্চিন্ত। এর আগে মানুষ তাদের জীবন ও অর্থ নিয়ে চিন্তিত ছিলেন। এখন কোনও সমস্যা নেই। আমরা নিশ্চিন্ত।”

Related Articles

Back to top button
error: