HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

রাজ‍্যজুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র সংগঠন এসআইও’র

টিডিএন বাংলা ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই ঘোষণা করেছিলেন জুলাই মাসের মধ্যে স্কুল বোর্ডের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা,আলিম, ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ী স্কুল বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর শতকরা ১০০ জন পরীক্ষার্থীকেই পাস করিয়ে দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে যেহেতু পরীক্ষা হয়নি। তাই শিক্ষা দপ্তর এ বছর কোন মেধাতালিকা প্রকাশ করেনি। পরীক্ষা না হওয়াতে অনেক মেধাবী শিক্ষার্থী মানসিকভাবে মর্মাহত হয়েছে। এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটেছে। এমতাবস্থায় মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করতে এবং তাদের অনুপ্রেরণা যোগাতে রাজ্যজুড়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধীত করার উদ্যোগ নিয়েছে ছাত্র সংগঠন এসআইও। এরই অংশ হিসাবে মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় মধুমিতা সাহা ও তৃতীয় (যুগ্ম ভাবে) মোঃ রিয়াজ আহমেদকে সংবর্ধনা প্রদান করলো এসআইও মুর্শিদাবাদ জেলা। পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন জেলা সম্পাদক জহিরুল হক ও সামশেরগঞ্জ ব্লক সভাপতি মোঃ সালাহউদ্দিন। নসিপুর হাই মাদ্রাসা ছাত্রী জেবা ইয়াসমিন হাই মাদ্রাসার পরীক্ষায় ৮০০ মধ্যে ৭৯৪ পেয়ে রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। এসআইও এর অপর একটি প্রতিনিধি দল হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থানাধিকারী জেবা ইয়াসমিনকে সংবর্ধনা দেয়। । উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন মন্ডল,প্রাক্তন রাজ্য সভাপতি মোঃ শামসুল আলম, কিশোর অঙ্গন সম্পাদক তৌসিফ আহমেদ, অফিস সম্পাদক আসিফ ইকবাল প্রমূখ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের রাজা মনীন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। এসআইও মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে রুমানা সুলতানার সঙ্গে সাক্ষাৎ করে সংবর্ধনা প্রদান করেন জনসংযোগ সম্পাদক মোঃ তাজউদ্দীন এবং সংগঠনের সদস্য ইনজামুল লাইস। প্রথম স্থানাধিকারী রুমানার সঙ্গে সাক্ষাতে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনাও হয়। রুমানা সুলতানা জানান তিনি গবেষণা করতে চান। হাই মাদ্রাসার দশম শ্রেণির পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন জঙ্গিপুর মুনিরিয়া গার্লস হাই মাদ্রাসার ছাত্রী সারিফা খাতুন। এসআইও মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে সারিফা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করে সংবর্ধনা প্রদান করলেন সংগঠনের রাজ্য দ্বীনি মাদ্রাসা সম্পাদক হাফেজ মাওলানা আহমেদ আলি, মুর্শিদাবাদ জেলা সভাপতি মোঃ কুতুবউদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দ। হাই মাদ্রাসা পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৭৯৫। ছোট থেকেই মেধাবী সারিফা খাতুন ইংরেজিতে অর্নাস করে শিক্ষিকা হতে চান বলেই জানিয়েছেন।

Related Articles

Back to top button
error: