কৃষকদের অসম্মান করার ফল ভালো হবে না, দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এবার ক্ষোভ বিজেপি সাংসদের

ছবি সৌজন্যে অনিকেত আদসুলের টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুরকাণ্ডে নিয়ে প্রবল চাপে যোগী সরকার। বাইরের চাপ তো আছেই, চাপ বাড়িয়েছে ঘরের মানুষের সমালোচনা। বিজেপি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সাংসদ বরুণ গান্ধি জানিয়েদিলেন, কৃষকদের অসম্মান করার ফল ভালো হবে না। কিন্তু কেন হঠাৎ এই মন্তব্য বরুণের?

ঘটনা হল, দলের মুখপাত্র হরিশ চন্দ্র শ্রীবাস্তব আন্দোলনরত কৃষকদের খালিস্তানি বলে সম্বোধন করেছিলেন। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন সাংসদ। বলেন, কৃষকদের প্রতি যে ধরণের শব্দ প্রয়োগ করা হচ্ছে, তা অত্যন্ত অসম্মানজনক। এতে ফল উল্টো হবে। কৃষকদের অসম্মান করার ফল ভালো হবে না। রাজনৈতিক মহলের মতে, দলের সাংসদের প্রকাশ্যে এই ধরণের মন্তব্য আসলে বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দিল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিলভিটের এই সাংসদ জানিয়েছেন, ”এই ধরনের প্রবণতা (কৃষকদের প্রতি অসম্মান) দেশের পক্ষে একেবারেই নিরাপদ নয়। কৃষকেরা কেন এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তা আমাদের বোঝা দরকার। সেটা না বুঝে তাদের সম্পর্কে এই ধরনের ভাষা প্রয়োগের ফল ভালো হবে না।” তিনি আরও বলেন, এই ঘটনার জন্য একতরফাভাবে শুধু প্রশাসনকে দায়ী করা যায় না। রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর পরামর্শ পরিস্থিতি ঠাণ্ডা হওয়া পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করা উচিত। রাজনীতি মাঝে-মধ্যে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। সেই সঙ্গে তিনি বলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, লখিমপুরের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
তবে এই প্রথম নয়। এর আগেও অন্নদাতাদের হয়ে সুর চড়িয়েছিলেন বরুণ।