সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও সংকট সমাধানের ওপর গুরুত্ব আরোপ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর
টিডিএন বাংলা ডেস্ক: সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেছে সৌদি আরব। একইসঙ্গে রিয়াদ বলেছে, সংঘর্ষ-কবলিত সিরিয়ার স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম বার্ষিক সাধারণ অধিবেশনের অবকাশে সোমবার জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গেইর পেদেরসেনের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ বলেছে, বৈঠকে দুই কূটনীতিক রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের ওপর জোর দেন। এক্ষেত্রে সৌদি আরব তার সবটুকু সক্ষমতাকে কাজে লাগাবে বলে প্রিন্স ফয়সাল প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সিরিয়ার জনগণের ঐক্য, নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতি অর্জনের জন্য রিয়াদ তার সাধ্য অনুযায়ী সবটুকু করবে।
গত মার্চ মাসে সিরিয়া ও সৌদি আরব নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয়।২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হলে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ। এরপর বহু আরব দেশ সৌদি পদাঙ্ক অনুসরণ করে। এবার সৌদি সরকার আবার দামেস্কের ঘনিষ্ঠ হওয়ার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে অন্যান্য আরব দেশও সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিযোগিতা শুরু করে। গত মে মাসে কায়রোয় আরব লীগের এক বৈঠকে এই লীগে সিরিয়াকে তার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। সূত্র- পার্সটুডে