HighlightNewsদেশ

মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের নিরাপত্তা অব্যাহত রাখার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের মুম্বইয়ে নিরাপত্তার বিষয়ে কেন্দ্রকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি হিমা কোহলির একটি বেঞ্চ ত্রিপুরা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের পিআইএল গ্রহণ করেছে।

এর আগে, ২৯ জুন, সুপ্রিম কোর্ট মুকেশ আম্বানির জেড প্লাস নিরাপত্তার ক্ষেত্রে কেন্দ্র সরকারকে ত্রিপুরা হাইকোর্টের দেওয়া নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। বিকাশ সাহা নামে এক ব্যক্তি আম্বানির জেড প্লাস সিকিউরিটির বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টে পিআইএল দায়ের করেন। এই বিষয়ে হাইকোর্ট কেন্দ্রের কাছ থেকে উত্তর তলব করার সময়, হুমকির মূল্যায়নের বিশদ জানতে চায়। যার ভিত্তিতে আম্বানি এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র সরকার।

Related Articles

Back to top button
error: