HighlightNewsদেশ

কোভিডের ভুয়ো ক্ষতিপূরণের দাবি নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট

টিডিএন বাংলা ডেস্ক: ডেথ সার্টিফিকেটে লেখা হচ্ছে কোভিডের কারণে মৃত্যু হয়েছে। আর তারপর ৫০ হাজার টাকার ভুয়ো ক্ষতিপূরণ দাবি করছে পরিবার। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শীর্ষ আদালতের কাছে। সোমবার শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে, কিছু ডাক্তার কোভিডের ভুয়ো ডেথ সার্টিফিকেট জারি করছেন, যার সাহায্যে সংশ্লিষ্ট পরিবারগুলি ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ চেয়ে জালিয়াতি করতে সক্ষম হচ্ছে। শীর্ষ আদালতের তরফ থেকে এদিন বলা হয়েছে, ক্ষতিপূরণ চাওয়ার জন্য প্রকৃত দাবিদারদের একটি সামগ্রিক সময়সীমা নির্ধারণ করার বিষয়টি নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে।

এদিন বিচারপতি এম আর শাহ এবং নাগারত্নার বেঞ্চ কোভিডের ক্ষতিপূরণ সংক্রান্ত একটি আবেদনের শুনানি চলাকালীন জানিয়েছেন,”সবথেকে যেটা চিন্তা জনক বিষয় সেটা হলো এ ধরনের ভুয়া সার্টিফিকেট ডাক্তাররাই দিচ্ছেন। এটা খুবই গম্ভীর বিষয়। আমাদের রায়কে ভুল ভাবে ব্যবহার করা উচিত হবে না… আমরা বেশ কিছু ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের রায় দিতে পারি।” সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
এর আগে সলিসিটর জেনারেল তুষার মেহেতা কেন্দ্রের তরফ থেকে একটি সাবমিশন করেছিলেন যেখানে ডাক্তাররা মিথ্যে কোভিড ডেথ সার্টিফিকেট ইস্যু করেছেন। এরপরই এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী গৌরব কুমার বনসল। উল্লেখ্য, এর আগে এই ধরনের মামলার শুনানিতে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আরটিপিসিআর টেস্টের রিপোর্টের থেকেও উপযুক্ত চিকিৎসকদের তৈরি করা কোভিড ডেথ সার্টিফিকেটের ওপরে জোর দেওয়ার বিষয়ে।

Related Articles

Back to top button
error: