HighlightNewsদেশ

সুপ্রিম কোর্টে প্লেস অফ ওয়ার্শিপ অ্যাক্টকে চ্যালেঞ্জ করে পিটিশনের শুনানি ১১ অক্টোবর

টিডিএন বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্ট ১১ অক্টোবর পূজার স্থান আইনকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি করবে। তিন বিচারপতির বেঞ্চ এই আবেদনের শুনানি করবে। উপাসনালয় আইনকে চ্যালেঞ্জ করে পিটিশনে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আবেদনকারীর একজন আইনজীবী বলেন, কাশী এবং মথুরার আদালত পূজার স্থান আইনের ব্যাখ্যা করে রায় দিচ্ছে।

এর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, কাশী ও মথুরার বিচারকাজ স্থগিত করতে পারে না সুপ্রিম কোর্ট। সেসব কার্যক্রম অব্যাহত থাকুক। প্রধান বিচারপতি বলেন, কেন্দ্র এখনও উপাসনার স্থান আইনের বিধানকে চ্যালেঞ্জ করে আবেদনের জবাব দেয়নি। পাশাপাশি, সলিসিটর জেনারেল উত্তর দাখিলের জন্য সময় চেয়েছেন।

Related Articles

Back to top button
error: